ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদল শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু এ সম্মেলনের উদ্বোধন করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল্লাহ মাসুদ, শরীফুল ইসলাম শরীফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়াসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি