ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৌদ্ধ ধর্মালম্বীদের দিনব্যাপী দানোওম শুভ কঠিন চীবর দান ও সংঘদান উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) জগন্নাথপুরে উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ সুনন্দ প্রিয়থের।
এ সময় উপস্থিত ছিলেন, সংঘত্ন ভিক্ষু, সুমানন্দ ভিক্ষু, শ্রমন শীলামন, শ্রমন শীলানন্দ, বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া।
এরআগে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা, ভান্তেদের দেশনা শোনেন ও চীবর দান করেন।
পরে সন্ধ্যায় আকাশ ফানুস উড়িয়ে বিহারের সভাপতি লক্ষ্মী নারায়ণ তিগ্যা উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর