ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কঠিন চীবর দান উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ঠাকুরগাঁওয়ে কঠিন চীবর দান উৎসব

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৌদ্ধ ধর্মালম্বীদের দিনব্যাপী দানোওম শুভ কঠিন চীবর দান ও সংঘদান উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) জগন্নাথপুরে উৎসবের উদ্বোধন করেন আন্তর্জাতিক বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ সুনন্দ প্রিয়থের।

এ সময় উপস্থিত ছিলেন, সংঘত্ন ভিক্ষু, সুমানন্দ ভিক্ষু, শ্রমন শীলামন, শ্রমন শীলানন্দ, বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া।
 
এরআগে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা, ভান্তেদের দেশনা শোনেন ও চীবর দান করেন।

পরে সন্ধ্যায় আকাশ ফানুস উড়িয়ে বিহারের সভাপতি লক্ষ্মী নারায়ণ তিগ্যা উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।