বগুড়া: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি পদে এস এম খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির সম্মেলনে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তারা।
সমিতির জেলার সব উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলররা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মুনছুর আলী, সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ পাটোয়ারী, প্রাথমিক শিক্ষক সমিতি সাবেক মহাসচিব মৃগেন মোহন সাহা, যুগ্ম মহাসচিব মোতাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, দফতর সম্পাদক এসএম আব্দুল গফুর, সদস্য সিহাবুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমবিএইচ/জিপি/এএসআর