ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে ৫৬ বোতল মদ উদ্ধার করেছে ৩০ বিজিবি’র একটি দল।
শনিবার (২৯ অক্টোবর) ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯ পিলার এলাকা থেকে মদগুলো উদ্ধার করা হয়।
রাতে ঠাকুরগাঁও-৩০ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস বাংলানিউজকে জানান, ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯ নম্বর পিলার এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে মো. কাজল (৩০) ও একরামুল (৩২) নামে দুই চোরাকারবারী মদগুলো ফেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া মদগুলোর মূল্য এক লাখ ১৪ হাজার ১০ টাকা। এ ব্যাপারে পলাতক আসামিদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এনটি