ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাসের এই দিন

ভাষাশহীদ রফিক ও ফুটবল গ্রেট ম্যারাডোনার জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ভাষাশহীদ রফিক ও ফুটবল গ্রেট ম্যারাডোনার জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ অক্টোবর ২০১৬, রোববার। ১৫ কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৬৪ - অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের দুই রাজার মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
•    ১৯২২ - ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
•    ১৯২৩ - কামাল পাশার (আতাতুর্ক) নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

ব্যক্তি
•    ১৮৭১ - ফরাসি কবি পল ভ্যালেরির জন্ম।
•    ১৮৮৫ - মার্কিন কবি এজরা পাউন্ডের জন্ম।
•    ১৮৮৭ - প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্ম।
•    ১৯০১ - বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্তের জন্ম।
•    ১৯১০ - বিশ্বের প্রথম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ফরাসি মানবহিতৈষী ও রেডক্রস ঝঁ আঁরি দুঁনার মৃত্যু।
•    ১৯২৬ - ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদের জন্ম। মানিকগঞ্জের সিংগাইরের পারিল বলধারা গ্রামের সন্তান রফিকউদ্দিন ভাষা আন্দোলনের সময় ছিলেন তৎকালীন জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী। ২১ ফেব্রুয়ারির দিন ছাত্ররা যখন ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করছিলো তার মধ্যে ছিলেন রফিকও। সেদিন পুলিশের গুলি সরাসরি রফিকের মাথায় লেগে খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই ম‍ারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের ১৭ নম্বর রুমের কাছে পড়ে থাকা রফিকের মরদেহ কয়েকজন ছাত্র তুলে অ্যানাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। রাত ৩টায় সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ঢাকার আজিমপুর কবরস্থানে রফিকের মরদেহ দাফন করা হয়।
•    ১৯৬০ - ফুটবলের বরপুত্র আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার জন্ম। ম্যারাডোনা একইসঙ্গে আলোচিত ও জনপ্রিয় ফুটবলার। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে টানা চারটি বিশ্বকাপে অংশ নেন। তার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপ জেতে নীল-সাদা জার্সিধারীরা। ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালেও তোলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন এ ফুটবলইশ্বর পেলের সঙ্গে যৌথভাবে ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় স্বীকৃতি পান।
•    ১৯৮৫ - বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।