ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় মা-মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ডেমরায় মা-মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার

ঢাকা: রাজধানীর ডেমরায় নিজ বাসার ভেতর থেকে মা ও মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে ডেমরার বামৌউল পূর্বপাড়ার একটি টিনসেট বাড়িতে আমেনা ও তার মেয়ে ফাতেমা অচেতন অবস্থায় অচেতন অবস্থায় পাওয়া যায়।

আমেনার ছেলে সিরাজ উদ্দিন জানান, বাহির থেকে বাসায় ঢুকে তিনি দেখতে পান তার মা ও বোন অচেতন অবস্থায় নীচে পরে আছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ছেলে সিরাজ উদ্দিন আরও জানান আশেপাশের লোকজনের কাজ থেকে জানতে পেরেছি সন্ধ্যার দিকে বোরখা পরিহিত দুই জন তাদের বাসায় প্রবেশ করে। তারাই হয়তো বা চেতনানাশক কিছু খাইয়ে তার মা ও বোনকে অচেতন করে রেখে গেছে।

তবে বাসা টাকাকড়ি বা মালামাল খোয়া গেছে কিনা তা জানাতে পারেননি সিরাজ উদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগের মেডিকেল অফিসারের নির্দেশক্রমে মা ও মেয়ের পাকস্থলি পরিষ্কার করা হয়েছে।

আমেনা ও তার মেয়ে ফাতেমা ঢামেকে নতুন ভবনের পঞ্চম তলায় চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।