লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি থানা কমপ্লেক্সের নবনির্মিত সড়ক উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে রামগতি থানা প্রাঙ্গণে সড়কটির উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।
রামগতি পৌর সভার সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে রামগতি পৌর সভার মেয়র মেজবাহ উদ্দিন মেয়রের আন্তরিক প্রচেষ্টায় থানা কমপ্লেক্স ভবন থেকে রামগতি-লক্ষ্মীপুর সড়ক পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়।
বাংলাদেশ সময় : ০৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমজেএফ