ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রামগতি থানা কমপ্লেক্স সড়কের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
রামগতি থানা কমপ্লেক্স সড়কের উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি থানা কমপ্লেক্সের নবনির্মিত সড়ক উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে রামগতি থানা প্রাঙ্গণে সড়কটির উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।

রামগতি পৌর সভার সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে রামগতি পৌর সভার মেয়র মেজবাহ উদ্দিন মেয়রের আন্তরিক প্রচেষ্টায় থানা কমপ্লেক্স ভবন থেকে রামগতি-লক্ষ্মীপুর সড়ক পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময় : ০৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।