ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালশীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পুলিশ সোর্সের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
কালশীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার পুলিশ সোর্সের মৃত্যু

ঢাকা: রক্তাক্ত অবস্থায় উদ্ধার মানিক মিয়া (৪০) নামে পুলিশের এক সোর্স ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর কালশীর মোড়ে মানিক মিয়াকে (৪০) উদ্ধার করেন স্থানীয়রা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান এসআই বিল্লাল।

নিহত মানিক নওগাঁর কিতাব আলীর সন্তান বলে জানান গেছে।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।