ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর দক্ষিণখানে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
রাজধানীর দক্ষিণখানে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে নার্গিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে দক্ষিণখান চেয়ারম্যানপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, গৃহবধূর স্বামীর নাম হাবিব মিয়া। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাককেন। নার্গিস স্থানীয় পোশাক কারখারনায় কাজ করতেন। স্বামী রঙয়ের কাজ করেন।  

নার্গিসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। মরদেহ মনে হচ্ছে দু’একদিন আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনা ঘটেছে।

নার্গিসের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার খন্দকারকান্দি গ্রামে। তার বাবার নাম গনি মিয়া। স্বামী হাবিবের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

রোববার (৩৯ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।