ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে জলবায়ু বিষয়ক দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জলবায়ু বিষয়ক দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আবু তাহের, সদস্য এন এম শাহজালাল, শরিফাতুন্নেছা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্বাস উদ্দিন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ শিক্ষক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণিরপেশার মানুষ।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি বাস্তবায়নে উন্নত এবং উন্নয়নশীল দেশের স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত, জলবায়ূ পরিবর্তণে ঋণ না দিয়ে অনুদান দেওয়ার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।