ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ১৮ দিন নিখোঁজ যুবকের সন্ধান দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
রাজশাহীতে ১৮ দিন নিখোঁজ যুবকের সন্ধান দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্ডিপুর এলাকা থেকে সবুজ আলী (২৫) নামে এক যুবককে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তুলে নিয়ে যাওয়ার ১৮ দিন পরও সবুজের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি করেছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সবুজের বাবা জারজিস আলী বিষু দাবি করেন, সবুজের নামে থানায় একটি মামলা আছে। এলাকার আয়েশা আক্তার ববি নামে এক নারী ওই মামলার বাদী।

গত ১২ অক্টোবর রাত পৌনে ২টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছয়জন সাদা পোশাকধারী ব্যক্তিসহ ওই মামলার বাদী আয়েশা আক্তার ববি (২৪) ও তার মা শুকুমনি (৪০), মহানগরীর রাজপাড়া থানার রায়পাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে সবুজকে তুলে নিয়ে যান।

ওই দিন থেকে সবুজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট থানা, ডিবি অফিস, র‌্যাব অফিস, পিবিআই অফিস এবং আদালতে গিয়েও সবুজকে পাওয়া যায়নি। ১৮ দিন পরেও সবুজের সন্ধান না পেয়ে তিনি ববি ও তার মা শুকুমনীসহ অজ্ঞাত ওই ছয়জনকে আসামি করে মহানগরীর রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা করেন।
 
সংবাদ সম্মেলনে বিষু বলেন, তার ছেলে সবুজকে যদি আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে থাকেন তাহলে অবিলম্বে তাকে আদালতে হাজির করে বিচারের মুখোমুখি করা হোক। আর যদি তাকে অপহরণ করা হয়, তবে তাকে দ্রুত উদ্ধার করা হোক।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।