ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিপুরার শান্তির বাজার কলেজে বোমা উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ত্রিপুরার শান্তির বাজার কলেজে বোমা উদ্ধার  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তির বাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (৩১ অক্টোবর) সকালে কলেজ চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সংশ্লিষ্টরা বলছেন, সকালে ছাত্র-ছাত্রীরা কলেজে গিয়ে কাউন্সিল ভবনে একটি হাত বোমা পড়ে থাকতে দেখেন। কক্ষের জানালার বিভিন্ন স্থানেও বোমা বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান ‍তারা।  

কলেজের অধ্যক্ষ হার‍ধন সাহা পরে বিষয়টি স্থানীয় শান্তির বাজার থানায় বিষয়টি অবহিত করেন।  

তিনি জানান, দীপাবলি উপলক্ষে কলেজে ছুটি ছিলো। ওই সময় হয়তো কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬।
এসসিএন/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।