বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পুনর্নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নুরুল ইসলাম এক হাজার ৫০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রাজ্জাক মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ২৭ ভোট।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় ফুলবাড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ হয়।
সন্ধ্যায় রিটার্নিং ও উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ০৭ মে এ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গাড়ীদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করে দেওয়া হয়।
এ কারণে এ ওয়ার্ডে পুনর্নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। নির্বাচনে মোট দুই হাজার ৫শ ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলেও জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/এসএনএস