বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রভাষক মফিদুল ইসলাম বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ধানের শীষ প্রতীকে মফিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম রাঙা ৫ হাজার ২১৮ ভোট পেয়েছেন।
আর স্বতন্ত্র প্রার্থী মশিউল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৩৮ ভোট।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তারাজুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ৮ জুলাই রাতে নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন তিনি।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই রাতে মৃত্যুবরণ করেন তারাজুল। গত ৮আগস্ট চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/এমএ