ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে স্কিলস প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে স্কিলস প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী কম্পিউটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক স্কিলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউট'র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রিহান উদ্দিন ও ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবুল কাশেম।

ইনস্টিটিউট'র ডিএনটি বিভাগের ইনস্ট্রাক্টর হেলাল উদ্দিন, ইসরাক হোসাইন, সিএসটি বিভাগের ইনস্ট্রাক্টর নকিবুল হাসান ও টিসিটি বিভাগের ইনস্ট্রাক্টর সাজ্জাদ আরেফিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্লাড জোন, আইটিএ, টু মিনিট পে, টার্ন অব দ্যা ফায়ার, সেভ দ্যা লাইফ, নেট ফিস ও ফ্রি এনার্জি ইনভার্টার নামে সাতটি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। অতিথিরা এসময় এসব প্রজেক্ট পরিদর্শন করেন।

এসময় ইনস্টিটিউটের ডিএনটি বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, টিসিটি বিভাগীয় প্রধান সৈয়দ মাহবুবুল আলাম, সিএসটি বিভাগের ইনস্ট্রাক্টর আফরোজা আক্তার রিক্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।