বরগুনা: বরগুনার পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাবলাতলা ত্রলাকায় ভ্যানের চাপায় পড়ে মো. সাব্বির (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গাছ নিয়ে একটি ভ্যান বাবলাতলা এলাকা পার হচ্ছিল। এসময় সাব্বিরসহ তিন-চারটি শিশু ওই ভ্যানের পিছু নেয়। ভ্যানটি সামনে থাকা একটি গর্তে পড়ে উল্টে গেলে সাব্বির ওই ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/এসআই