ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনার জোয়াগ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
চান্দিনার জোয়াগ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মেহেদী হাসান জয়লাভ করেছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপির স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

এরপর গণনা শেষে চান্দিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রির্টানিং অফিসার ও চান্দিনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জোবেদা আক্তার বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

জোয়াগ ইউনিয়নের নোয়াগাও দাখিল মাদ্রাসা কেন্দ্র এবং কৈলাইন (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট চার হাজার ৫৮৭ জন ভোটারের মধ্যে দুই হাজার ৭৬০ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে মেহেদী হাসান তালুকদার নৌকা প্রতীক নিয়ে এক হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু তাহের পেয়েছেন ৯৩২ ভোট।

প্রসঙ্গত, চতুর্থ তফসিলে অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।