লালমনিরহাট: লালমনিরহাটের আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ছয়, বিএনপি এক ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
সদর উপজেলার কুলাঘাট ইউপিতে বিএনপি প্রার্থী ইদ্রীস আলী জয়ী হয়েছেন।
আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন হাতীবান্ধার গোতামারী ইউপির আবুল কাসেম সাবু, পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউপির নবিবর রহমান, কুচলিবাড়ী ইউপির হামিদুল হক, জোংড়া ইউপির আশরাফ আলী, শ্রীরামপুর ইউপির আবুল হাসেম ও পাটগ্রাম ইউপির আব্দুল ওহাব বেলাল।
এছাড়া বুড়িমারী ইউপিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ নেওয়াজ নিশাদ।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনটি/এসআই