কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওমর ফারুক বিজয়ী হয়েছেন। ১৩ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ২৪৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম কবিরাজ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ২৩১ ভোট।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিতড্ডা ইউপির স্থগিত দুই কেন্দ্র ভংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ করা হয়। এরপর গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআই