ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ওষুধের দোকানে ৠাবের অভিযান, সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ওষুধের দোকানে ৠাবের অভিযান, সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে অবস্থিত সাতটি ওষুধের দোকানকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ৠাব-৩ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে বাংলানিউজকে এ সব তথ্য জানান ৠাব হেডকোয়ার্টারের সিনিয়র ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

জরিমানা করা সাতটি দোকানের মধ্যে -মেডি কেয়ারকে দু্ই লাখ, ভূইয়া সার্জারিকে তিন লাখ, মেডিহাফকে দুই লাখ, এম আর ট্রেডিং ইন্টারন্যাশনালকে পাঁচ লাখ, লোটাস সার্জারিকে ৫০ হাজার, মিডলেনকে এক লাখ ৫০ হাজার ও মা সার্জারিকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বাংলানিউজকে বলেন, জরিমানাকৃত ওষুধের দোকানগুলো অনেক দিন ধরেই মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি করে আসছিলো। এছাড়া এই প্রতিষ্ঠানগুলো চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন নকল সরঞ্জাম বিক্রি করত।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিএমএ ভবনে অভিযান চালায় ৠাব। রাত আটটার দিকে এই  অভিযান শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।