ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কদমতলীতে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় ম্যানহোলের ভেতর থেকে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার ( অক্টোবর ২৫) বেলা পৌনে একটার দিকে কদমতলীর ওয়াসার পুকুর পাড় এলাকার স্লুইচগেট সংলগ্ন একটি ম্যানহোলের ভেতর থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম সুমন (৪২)।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে। যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া গেলে আটককৃতদের নাম-পরিচয় ও ঘটনার বিস্তারিত জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।