রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকা থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও জিহাদি বইসহ জামায়াতের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার চকরপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাঘার আড়ানি পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম জিঞ্জুর ও সুরা সদস্য বেলাল হোসেন। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে জানান, তারা লোকজন নিয়ে মসজিদের ভেতরে আলোচনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস