মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন বিজয় লাভ করেছেন।
সোমবার (৩১ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ইউনিয়নে মোট ২১ হাজার ৯৫৫ ভোটারের মধ্যে ১৫ হাজার ৫৮৪ ভোটার ভোট প্রয়োগ করেছেন। এরমধ্যে বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন তিন হাজার ৮৫৪ ভোট। অন্যদিকে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মো.জাকির হোসেন পেয়েছে ১১ হাজার ৬৩০ ভোট।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনটি/পিসি