সাভার (ঢাকা): বকেয়া বেতনের দাবিতে সাভারে তৈরি পোশাকের একটি কারখানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মেরিডিয়ান ফ্যাশন ওয়ার লিমিটেডে এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, সকালে মেরিডিয়ান ফ্যাশন ওয়ার লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক কারখানায় ঢুকে আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন।
এদিকে শ্রমিকরা জানিয়েছেন, দুই মাস ধরে বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা কারখানাতেই অবস্থান করবেন।
এ বিষয়ে মেরিডিয়ান ফ্যাশন ওয়ার লিমিটেড কারখানার পরিচালক ওয়েদুর রহমান খান জানান, শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সাভার শিল্প পুলিশের পরিদর্শক হারুনুর রশীদ বাংলানিউজকে বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। যতদ্রুত সম্ভব তাদের বেতন পরিশোধ করা হবে।
তবে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরএ