মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই ভাই ও অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মৌলভীবাজার প্রেমনগর চা বাগানের আজাদ মিয়া (৩৫) ও তার ভাই আলম মিয়া (২৫)। তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের নাম ও পরিচয় জানা যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরএ