ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যুবশক্তি দেশের উন্নয়নের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
যুবশক্তি দেশের উন্নয়নের প্রাণ

ঢাকা: যুবশক্তিকে দেশের উন্নয়ের প্রাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবশক্তি চালিকা শক্তি বলেও জানান তিনি।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম।

যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।