ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশালে ২৬৭ জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশালে ২৬৭ জনকে কারাদণ্ড

বরিশাল: ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞার ২০ দিনে বরিশাল বিভাগে ২৬৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও ২৮ লাখ ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

একইসঙ্গে উদ্ধার করা হয়েছ ৩ হাজার ৮৯১ কেজি ইলিশ মাছ।

বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

তিনি বলেন, বরিশাল বিভাগের ৬ জেলায় পরিচালিত অভিযানে সোমবার মধ্যরাত পর্যন্ত ২০ দিনে ২৬৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০ দিনের অভিযানে বিভাগে ৮৮১টি ভ্রাম্যমাণ আদালত, ১ হাজার ৬৯৩টি অভিযান ও ৩৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বাংলানিউজকে বলেন, সকলের সমন্বিত চেষ্টায় ইলিশ নিধন বন্ধের এ নিষেধাজ্ঞায় জেলেরা অনেকটাই সচেতন হয়েছে। এর প্রমাণ স্বরূপ চলতি বছরে স্বল্প সময়ে দেশের নদ-নদীতে যে বিপুল পরিমাণ ইলিশ মাছ শিকার করেছেন জেলেরা। তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।