ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পল্লী বিদ্যুৎ অফিস এলাকার রাউতাইল গ্রামে রুমা খাতুন (২০) নামে এক গৃহবধূকে মারধর করে কেরোসিন ঢেলে আগুন পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন তার স্বামী ও পরিবারের লোকজন।

মঙ্গলবার  (০১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর বড় বোন রিনা খাতুন বাংলানিউজকে জানান, ৭ বছর আগে রাউতাইল গ্রামের মোজাম হোসেনের ছেলে ফিরোজ হোসেনের সঙ্গে বিয়ে হয় রুমার।

প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া রুমাকে বিয়ে করেন ফিরোজ। তাদের সংসারে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকে রুমার ওপর নির্যাতন শুরু হয়।

মঙ্গলবার সকালে শাশুড়ি মনোয়ার খাতুন, সতীন নাজমা খাতুন ও স্বামী ফিরোজ রুমা ঘরে আটকে মারধর করেন। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় রুমা জীবন বাঁচাতে দৌড়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন রুমার স্বজনেরা।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।