ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে জাল নোটসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রূপগঞ্জে জাল নোটসহ যুবক আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল নোটসহ সানোয়ার হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সানোয়ার পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার রামগঞ্জ এলাকার ইদু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন মিয়াজি বাংলানিউজকে জানান, সানোয়ার বরাবসহ আশপাশের এলাকায় জাল নোট ছড়াচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে।

দুপুরে বরাব এলাকায় অভিযান চালিয়ে এক হাজার টাকার ৩৩টি জাল নোটসহ সানোয়ারকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।