নাটোর: এলাকায় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে নাটোরের হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে ও ইউপি মেম্বরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার হরিশপুর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হরিশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান গণির ছেলে শফিকুল ইসলাম কালিয়া (২৮) ও একই ইউনিয়নের বর্তমান মেম্বর ও দত্তপাড়ার পতেঙ্গাপাড়া এলাকার আহম্মেদ আলীর ছেলে সালাউদ্দিন সেন্টু (৪০)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শফিকুল ও সেন্টু আধিপত্য সৃষ্টির জন্য মাঝে মধ্যেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও সেন্টু মেম্বরের বিরুদ্ধে পুলিশের কাজে হয়রানির অভিযোগে মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/আরএ