ময়মনসিংহ: ‘বিভাগ চাই, উচ্ছেদ চাই না’ স্লোগান নিয়ে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় চর সিরতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় চর সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শহীদুল্লাহ, সবুজ, মোশাররফ হোসেন বাচ্চু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ময়মনসিংহের নতুন বিভাগীয় শহর ও সদর দফতরের জন্য চার হাজার ৩শ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগ জমি স্থানীয় চরগোবিন্দপুর, চর ভবানীপুর ও চর আনন্দিপুর গ্রামের। এর ফলে অনেক বসতভিটা ও কৃষি জমি অধিগ্রহণের আওতায় চলে যাবে।
বক্তারা বসতভিটা ও কৃষিজমি বাদ দিয়ে জমি অধিগ্রহণ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএএএম/আরআইএস/এসএনএস