ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
তাড়াশে ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ একই সময় কাছাকাছি স্থানে সমাবেশ আহ্বান করায় সিরাজগঞ্জের তাড়াশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিয়াজ আহসান বিকেল পৌনে ৪টার দিকে বাংলানিউজকে এ তথ্য জানান।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপের এক পক্ষ বিকেল সাড়ে ৩টায় তাড়াশ বাজারে ও অন্য পক্ষ বিকেল সাড়ে ৪টায় পাশের মহিষলুটি বাজারে সমাবেশের ডাক দেয়। এতে সংঘর্ষের আশঙ্কা থাকায় তাড়াশ বাজার ও মহিষলুটি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, তাড়াশে স্থানীয় সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই রোববার উপজেলা সমন্বয় কমিটির সভায় সংসদ সদস্য মিলনের সঙ্গে আব্দুল হকের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। একই দিন নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।