ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জবিতে কর্মরতদের জন্য স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জবিতে কর্মরতদের জন্য স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘স্বাস্থ্য বীমা’ চুক্তি সাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এ চুক্তি সাক্ষরিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুবিধা সংক্রান্ত ‘স্বাস্থ্য বীমা’-এর চুক্তি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এ সময় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ অফিসার মো. নাহিদ হাসান স্বাস্থ্য বীমার বিভিন্ন সুযোগ-সুবিধার তথ্যচিত্র উপস্থাপন করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আশরাফ উদ্দীন, সিনিয় ভাইস প্রেসিডেন্ট ডা. আসিফ ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
ডিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।