জয়পুরহাট: জয়পুরহাটে ধর্ষণ মামলায় রোস্তম আলী (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারিকেলি গ্রামের মৃত. নীল চাঁদের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানায়, আক্কেলপুর উপজেলার কালাঞ্জ গ্রামের তরুণী (২১) রোস্তম আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এ অবস্থায় ২০১৪ সালের ৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহকর্মীকে ধর্ষণ করে রোস্তম আলী।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমনে রোস্তম আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিসি/