ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দর সাক্ষাৎ করেছেন।
জেন্ডার, নারী ও গণতন্ত্র বিষয়ক পরিচালক সান্দ্রা পিপেরার (Ms. Sandra Pepera) নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে এনডিআই এর ডেভেলপমেন্ট কনসালটেন্ট লরেন্স ল্যাকমানসিন (Lawrence Lachmansing), এনডিআই’র প্রাক্তন আবাসিক পরিচালক ঋসি দত্ত, মিজ টিনা বেনকিয়া (Tina Byenkya), প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ এবং লজিস্টিক কনসালটেন্ট প্রবাসী মাহমুদ উপস্থিত ছিলেন।
স্পিকার বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও প্রধানমন্ত্রীর নেতৃত্বের কথা এনডিআই প্রতিনিধি দলের নিকট তুলে ধরেন। তারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এনআইডি প্রতিনিধি দলকে স্পিকার ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসএম/এসএইচ