ময়মনসিংহ : ময়মনসিংহের ব্রাক্ষপল্লী চরপাড়া এলাকার ‘জীবনের আলো প্রাইভেট হাসপাতাল’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।
তিনি বাংলানিউজকে জানান, লাইসেন্স নবায়ন না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ও ব্যবহার করা সুই-সিরিঞ্জ, চিকিৎসক ও নার্স না থাকা সত্ত্বেও ফ্রিস্টাইলে অপারেশনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএএএম/আরএইচএস