বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় অপহরণের চার ঘণ্টা পর চার শ্রমিককে উদ্ধার করেছে গ্রামবাসী। এসময় স্থানীয়দের গণপিটুনিতে দুই ‘অপহরণকারী’ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হারগাজা ফকিরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড হারগাজা ফকিরখোলা এলাকা থেকে মাইনুর আলম (৩৭), জাবের আহমেদ (৩৩), মো. জহির (৪০) ও কালা পুতু (৩৫) নামে চার শ্রমিককে অপহরণ করা হয়। এর ঘণ্টা চারেক পর স্থানীয়রা তাদের উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই