ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় জব্দকৃত গাঁজার গাছ পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বাগাতিপাড়ায় জব্দকৃত গাঁজার গাছ পুড়িয়ে ধ্বংস বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া ভিটাপাড়া গ্রাম থেকে প্রায় ৫০ কেজি ওজনের ১২টি গাঁজার গাছ জব্দ করেছে  ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমেদ র‌্যাব-৫ এর সহযোগিতায় ওই গ্রামের আহসান আলীর (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করেন। তবে ৠাবের উপস্থিতি টের পেয়ে আহসান আলী পালিয়ে যান।

ইউএনও খোন্দকার ফরহাদ আহমেদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার চিথলিয়া ভিটাপাড়া গ্রামের দিদার বক্সের ছেলে আহসান আলী তার বাড়ির পাশের জমিতে গাঁজার চাষ করছেন।

এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে র‌্যাবের সহায়তায় অভিযান চালানো হয়। কিন্তু আহসান আলী তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এসময় তার বাড়ির পাশ থেকে ১২টি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়। যার ওজন প্রায় ৫০ কেজি।

পরে জব্দকৃত এসব গাঁজার গাছগুলো পুড়িয়ে ধ্বংস এবং আহসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।