ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ট্রাক্টর উল্টে জেএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
করিমগঞ্জে ট্রাক্টর উল্টে জেএসসি পরীক্ষার্থী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টর (পাওয়ার টিলার) উল্টে আশিকুর রহমান রানা (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকালে ট্রাক্টর উল্টে আহত হয় রানা।

পরে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রানা উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। সে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী বাংলানিউজকে জানান, ট্রাক্টরে চড়ে সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল রানা। এসময় রৌহা এলাকায় ট্রাক্টরটি উল্টে গেলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা রানাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।