ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন

ঢাকা: নজরুল ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের প্রস্তাবিত নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
 
স্থপতি ইকবাল হাবিব ও ইসতিয়াক জহির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন ভবনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।


 
বৃহস্পতিবার (০২ নভেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের মাধবী হলে নকশা উপস্থাপনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান  নূর, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিম প্রমুখ।
 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
 
প্রেস সচিব জানান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবিত ৮তলা ভবনের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরে হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দেন।

স্থপতি ইকবাল হাবিব জানান, ধানমন্ডির পুরাতন ২৮ নম্বরের ৩৩০বি তে বিদ্যমান পাঁচতলা ভবনটি ছয়তলায় উন্নিত করা হবে। বিদ্যমান ভবনের পাশাপাশি নতুন আটতলা কমপ্লেক্স ভবনের প্রস্তাব করা হয়েছে।
 
কমপ্লেক্স ভবনের সামনে উদ্যান ও মঞ্চ থাকবে। যেটি রবীন্দ্র সরোবরের আদলে তৈরি করা হবে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর কবি নজরুলকে ঢাকায় নিয়ে আসেন এবং বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেন। কবির চিকিৎসার দায়িত্ব নেন।
 
৯৬’র শাসন আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুরুলিয়ায় জাতীয় কবির বাড়িতে যান। শেখ হাসিনাই প্রথম কোনো সরকার প্রধান যিনি কবি নজরুলের জন্মস্থান চুরুলিয়ার বাড়িতে গিয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।