যশোর: যশোর শহরের পালবাড়ী এলাকা থেকে একদিনের একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা পালবাড়ী এলাকায় নবজাতকটির মরদেহ পড়ে থাকতে দেখে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, কেউ গর্ভপাত ঘটিয়ে মরদেহ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
ইউজি/আরবি/এসআই