যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপে গুলি বিনিময়ে আনিসুর রহমান (৩৮) নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন।
মঙ্গলবার (০২ নভেম্বর) গভীর রাতে উপজেলার বেগারিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান উপজেলার লাউড়ি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড শ্রমিকদলের নেতা।
মণিরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উপজেলার বেগারিতলায় মিজান-মাহফুজ ও আনিসুর গ্রুপের সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বিরুদ্ধে কৃষকলীগ নেতা শফি কামাল ও যুবলীগ নেতা শাহীন হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
তবে তার পরিবারের দাবি, দু’দিন আগে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে একদল অস্ত্রধারী আনিসুরকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
ইউজি/আরএ