বগুড়া: বগুড়ার পল্লী উন্নয়ন একাডমিতে (আরডিএ) স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে আরডিএ’র চলমান আর-৬৩তম, এস-৫৬ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের এমপি ও আরডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য হাবিবুর রহমান।
আরডিএর’র মহাপরিচালক এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ’র পরিচালক (প্রশিক্ষণ) ড. একেএম জাকারিয়া, বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার খায়রুল ইসলাম।
এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। পরে এসব রক্ত থ্যালাসেমিয়া আক্রান্তদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আরআই