কুষ্টিয়া: কুষ্টিয়ার শহরতলীর চৌড়হাস কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে এক ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের হেলপার তানভির আহমেদ (২০) নিহত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক যশোরের ঝিকরগাছা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বালু ভর্তি ট্রাকের হেলপার তনভিরের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/এসআই