ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের আর নেই

ঢাকা: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের আর নেই।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মস্তিষ্ক অকার্যকর (স্ট্রোক) হওয়ায় আবুল খায়ের গত প্রায় একমাস যাবৎ ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মরহুমের ছোট ভাই বিএনপি নেতা আবদুল লতিফ জনি বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ গ্রামের সামছুল হক সওদাগরের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় আবুল খায়েরের দাফন সম্পন্ন হবে।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হলের মেধাবী ছাত্র ছিলেন। মরহুম সামছুল হকের ৬ ছেলের মধ্যে আবুল খায়ের ছিলেন তৃতীয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।