হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ আলী (৪৮) নামে এক সব্জি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (০২ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ আলী মাধবপুর উপজেলার নোয়াঐর গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী একটি সব্জি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় পিকআপের ভেতর থাকা এক সব্জি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬ আপডেট: ১৯৪২ ঘণ্টা
বিএসকে/এনটি