(শাবিপ্রবি): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং ছাতকে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও সমাবেশ করেছে শাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদ এবং পূজা উদযাপন পরিষদ।
বুধবার (০২ নবম্বের) দুপুর ১টার দিকে শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাবি পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নারায়ণ সাহার সভাপতিত্বে এবং সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সঞ্জয় চন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, প্রভাষক প্লাবন চন্দ্র সাহা ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রাশেন্দ্র দাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাজার বছর ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি কতিপয় দুষ্কৃতিকারীর কারণে বিনষ্ট হতে পারে না।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ ধরনের ঘটনা অনভিপ্রেত বলেও তারা উল্লেখ করেন এবং অবিলম্বে এ বিষয়ে সরকারের পদক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা।
বাংলাদশে সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআরএস/এমজেএফ