রাজশাহী: রাজশাহীর বাগমারা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় বাংলাভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি নেতা মাহাতাব খামারুর বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (০২ নভেম্বর) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, গত ১৩ জুন সন্ধ্যায় বাগমারার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। কারাগারে আটক থাকা জেএমবি নেতা মাহাতাব খামারুকে বুধবার ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে আদালত থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসএস/ওএইচ/এসএনএস