লক্ষ্মীপুর: স্বেচ্ছায় রক্তদাতা দিবসে লক্ষ্মীপুরের রায়পুরে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রায়পুর ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহেলা জাহান শিমু, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন ও রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়া প্রমুখ।
পরে ইউএনও দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় বক্তারা বলেন-১৮ বছর বয়স হলে তিন মাস পর পর রক্তদান করলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। এতে বিভিন্ন উপকার হয়। এ রক্তে অন্যের জীবনও বাঁচে। এজন্য মানুষকে সচেতন হতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/আরএ