ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।
এ ঘটনায় ৬ আনসারের মধ্যে আতিকুর নামে একজনকে টিকাটুলি থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে ছয় আনসার সদস্যকে ঢামেক থেকে প্রত্যাহার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবু বক্কর জানান, গত ২৭ অক্টোবর ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রেডিওথেরাপির বারান্দায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের হাতে ধর্ষণের স্বীকার হন বলে ভিকটিম নিজেই জানান। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় আনসার সদস্য আতিকুরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
আতিকুর ছাড়া অভিযুক্ত বাকি আনসার সদস্যরা হলেন- ইকরামুল, মিনহাজুল, বাবুল, সিরাজুল ও আমিনুল।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এজেডএস/জেডএস